থপ থপিয়ে দিন চলেছে , দপ দপিয়ে শাম ...
বুলবুলিতে ধান খেয়েছে
চিয়ার্স বলে জাম...!!
দুক্ষু কালে সম্বল সেই জাবর কাটা কাব্য
তবু খুশহালে আমি বাপু হানি সিং কেই ভাবব ।
চাওয়া পাওয়ার জমাট গ্রেভি , টানেল টাও লম্বা হেভি
লাইফ জুড়ে কি ফুরফুরে
ঘুট ঘুটে আন্ধেরা ।
হেঁটে তবু মরি আমি , বুলেট রাজা র কথা দামি
বলেছে নায়িকা খেয়ে হামি
“সামনে হ্যায় সভেরা” ।
ফের গিজগিজে এই ভিড়ের ভাঁজে , ব্যাপক শকুন্তলা সাজে
নামি আমি ক্যায়া আন্দাজে , বেঁধে বিনুনি ।
তিনকা তিনকা স্বপ্ন ভাঙ্গে
জোয়ার ভাঁটা মরা গাঙে
খুন পসিনা ফ্লেভারড ভাঙ-এ , রচি মম ফাল্গুনী ।
Wednesday 17 May 2017
Subscribe to:
Post Comments (Atom)
প্রিয় পৌলমী দি…
প্রিয় পৌলমী দি … সে অনেককাল আগের কথা -তখন ইয়াহু আর রেডিফ মেল এর জমানা, নতুন নতুন ইন্টারনেট এর চলন আর ইয়াহু মেসেঞ্জার এর চ্যাট বাক্স তো...
-
থপ থপিয়ে দিন চলেছে , দপ দপিয়ে শাম ... বুলবুলিতে ধান খেয়েছে চিয়ার্স বলে জাম...!! দুক্ষু কালে সম্বল সেই জাবর কাটা কাব্য তবু খুশহালে আমি বা...
-
প্রিয় পৌলমী দি … সে অনেককাল আগের কথা -তখন ইয়াহু আর রেডিফ মেল এর জমানা, নতুন নতুন ইন্টারনেট এর চলন আর ইয়াহু মেসেঞ্জার এর চ্যাট বাক্স তো...
-
শুরুয়াত ... অনেক বছর বাদে বাংলায় লেখা পোস্ট করছি , যেটা সবাই পড়তে পারবে। বাংলায় লিখতে পারাটা আমার কাছে ঢেঁকুর তোলার মতই স্বস্তির। একবা...
No comments:
Post a Comment