শুরুয়াত ...
অনেক বছর বাদে বাংলায় লেখা পোস্ট করছি , যেটা সবাই পড়তে পারবে। বাংলায় লিখতে পারাটা আমার কাছে ঢেঁকুর তোলার মতই স্বস্তির। একবার কলেজে পড়ার সময় একটা বিউটি কনটেস্ট
-এ নিজের সম্পর্কে বলেছিলাম " বাংলায় কথা বলতে ভালোবাসি " -- বলা বাহুল্য সেকেন্ড হয়েছিলাম !
সেদিন বুঝেছিলাম কিছু জায়গায় আঁতলামো গুলোকে পকেটে চাপাই ভালো।
ব্লগ শুরু করতে গিয়ে মনে হয়েছিলো ইংরাজি তেই করি সবাই পড়তে পারবে কিনতু বাংলা ভাষা আন্দোলন এর ঘাউড়ামি চাড়া দিল ...
অনেক বছর বাদে বাংলায় লেখা পোস্ট করছি , যেটা সবাই পড়তে পারবে। বাংলায় লিখতে পারাটা আমার কাছে ঢেঁকুর তোলার মতই স্বস্তির। একবার কলেজে পড়ার সময় একটা বিউটি কনটেস্ট
-এ নিজের সম্পর্কে বলেছিলাম " বাংলায় কথা বলতে ভালোবাসি " -- বলা বাহুল্য সেকেন্ড হয়েছিলাম !
সেদিন বুঝেছিলাম কিছু জায়গায় আঁতলামো গুলোকে পকেটে চাপাই ভালো।
ব্লগ শুরু করতে গিয়ে মনে হয়েছিলো ইংরাজি তেই করি সবাই পড়তে পারবে কিনতু বাংলা ভাষা আন্দোলন এর ঘাউড়ামি চাড়া দিল ...
No comments:
Post a Comment